আমি চাপাতি দিয়ে নাস্তিককে জবাই করবো,
কারণ
আমি নাকি ধর্মবিশ্বাসী!
আমি
গোমাংসভক্ষণকারীকে গণপিটুনি
দিয়ে মারব,
কারণ
আমি তো ধর্মবিশ্বাসী!
আমি
উপাসনালয়ে এলোপাথারি গুলি
ছুড়ে মুহূর্তেই মানুষের
জীবনপ্রদীপ বন্ধ করে দিতে
পারি,
কারণ আমি নাকি ধর্মবিশ্বাসী!
কারণ আমি নাকি ধর্মবিশ্বাসী!
তোমার
এমন ধর্মের উপর আমি থুথু
ফেলি,
একি ধর্ম নাকি মানবজনমের প্রতি পৈশাচিক ক্রোধের পায়চারি!
যে ধর্ম জীবনের গান গাইতে জানেনা,
মৃত্যুর হাহাকার ছড়িয়ে যায়,
যে বিশ্বাস স্রষ্টার সৃষ্টিকে ভালবাসাতে শেখায় না,
শুধু ধবংসের আলোড়ন তুলে যায়,
তোমার সেই ধর্মকে আমি ঘৃণা করি!!!!
একি ধর্ম নাকি মানবজনমের প্রতি পৈশাচিক ক্রোধের পায়চারি!
যে ধর্ম জীবনের গান গাইতে জানেনা,
মৃত্যুর হাহাকার ছড়িয়ে যায়,
যে বিশ্বাস স্রষ্টার সৃষ্টিকে ভালবাসাতে শেখায় না,
শুধু ধবংসের আলোড়ন তুলে যায়,
তোমার সেই ধর্মকে আমি ঘৃণা করি!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন