দেখো
তোমায় কেমন,
সাহস
করে লিখছি ভাবছি কখন এসে
দেবে বুঝি বকুনি
সন্ধ্যারাতের চড়চড় গুঞ্জন
মৃদু মৃদু কলরবে মুখনি
অনেক আয়োজন করে
কি যেন বলব
ভাবছি হয়ত বরাবরে
আবার ভাট বকছি
তোমার চোখের গভীরে
বারবার হারাই
তোমার কথার সুরে
আমি স্বপ্ন দেখি
বৃষ্টি নামবে
সেদিন একছাতায় হাঁটব
ট্রাফিক সাইক্লোনে
জর্জরিত নগরী
কখনো বাড়ি ফিরতে
হবে মধ্যরাত্রি
ছোঁব তোমার নিঃশ্বাস
মুছব তোমার চোখে তৃপ্তি
ঘুম ভেঙে দেখব
আসলে আমি একাই সেই
কি যেন কি বলে
কি যে লিখি
অজানা ঠিকানায়
তোমার নামে পাঠাই
তবু কত কি যেন
বলা বাকি কে জানে
হয়তো বলব
জ্যোৎস্নারাতের উৎসবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন