মুখোমুখি কখনো হবনা তোমার,
স্পর্শটাও হয়ত পাব না তোমার,
তবুও আমার প্রিয় রাজপথে,
চারচাকার অনর্গল আর্তনাদের ভীড়ে,
আনমনেই একটা ছায়াদৃশ্য ভাসে,
একটা হাতটা এসে আমায় থমকে দেয়,
মৃদু পরশে প্রিয় তুমি গন্ধটা বাতাসে ভেসে যায়,
কোথা থেকে যেন ছড়িয়ে যাচ্ছে,
একটা মিষ্টি সুর ,
সেই সুরে আমি চমকে উঠি,
তুমি শব্দটা শুনে,
ঝমঝম এক আলোড়নে হৃদকম্পন বাড়ে,
একটা হাসি যেন আকাশবাতাস কাঁপিয়ে নিচ্ছে,
সে হাসিতেও তুমি গন্ধটা ভেসে আসছে,
আমি কানপাতি,
ছমছম আওয়াজের আশায়,
কিন্তু সে আড়ি নিল কোন অভিমানে,
চোখ খুঁজে কাঙখিত অবয়বে,
চোখে চোখ রেখে মন খোলার তাগিদে,
সিগন্যাল ছেড়ে দিল,
গাড়ি চলতে শুরু করল,
তুমি গন্ধটা উড়ে যাচ্ছে,
উড়ছে আমি মানুষটাও
শুন্যে ভাসতে থাকা তুমির অপেক্ষা একটা দারুণ নেশা
উত্তরমুছুন