সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

প্রলাপ - ১



আজ আছি বেশ ভালো,
প্রাণে জাগে আশার আলো,
প্রতিটি ধূলিকণাও আজ অন্তরে উচ্ছ্বাস জাগায়,
জোনাকির আলো ধূসর প্রান্তরে পথ দেখায়,
আজ আমি স্ফুটন্ত লাভার মত,
ছুটে চলি পথ অনাগত,
বিপ্লব আমারই জন্য অপেক্ষা করে রয়,
এ পথ শেষ হবার নয়,
ধরণী মমতা ভরে চেয়ে থাকে আমার দিকে,
আমার আছে শক্তি অনন্ত,
তাই ধরণীর বুকে মানবতার নাম যাই এঁকে,
কিন্তু যদি ফুরোয় এদিন?
যদি খুঁজে না পাই আপন ছায়া
পাবো কি আলোর এ ছোঁয়া
কেউ কি রাখবে মনে আমায়
রজনী কেটে যাবে অবহেলায়,
কেউ তো মনে রাখবে না,
তবে কি সবই মায়া
তবে কেন এই মিথ্যে কোলাহল
চঞ্চল মনে আজ প্রবল কৌতূহল।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নিশ্চুপ বিদায়

নিশ্চুপ বিদায় খানিকটা বাংলা খানিকটা বিহারী আর খানিকটা হিন্দি ভাষা মেশানো চিৎকারটা শুনতে পাচ্ছি মোড়ের শেষমাথার বাড়িটার সামনে থেকে। চিৎকারের ...