শুনেছো কি তুমি,
আমি সর্বপ্রাণে,
করেছি শিখর আরোহন,
তাই সময় আমায় করছে নির্বাক।।
অগ্নির অহংকার চিরায়ত শুদ্ধতার,
আজ ভঙ্গুরসম,
অশুভ হাতিয়ার বনেছে বলে,
তোমার ক্ষীণ নিনাদে জানি আগুন ছিল,
প্রতিবাদের শুভ্র আগুন,
সে আগুন নিভেনা শত যন্ত্রণারও তোপে।
তোমার দগ্ধ শরীরে,
আমি অস্ফুট কান্না শুনতে পাই,
ঐ পিশাচের রুদ্রমূর্তিতে,
শিষ্ট আজ কোনঠাসা পড়ে রয়,
শুদ্ধতা আজ অস্তিত্বের খোঁজ করে।
সত্য এখন তাই,
দূরে দূরে মুখ লুকায়,
অসহায় বিজিতরূপে,
নিস্তেজ অদম্য ক্ষোভে,
ফিরবেনা সহসা জেনো,
তোমাদের এই প্রহসনের নগরীতে,
মিথ্যের রাজত্বের অপমানে,
তুচ্ছার্থের অভিমানে।
তবু তুমি বেঁচে থাকবে,
যতদিন হাতের ওই মশালটা জ্বলবে,
এবং তুমি বেঁচে থাকবে,
প্রতিবাদের আবাহনে,
তুমি বেঁচে থাকবেই,
তেজদীপ্ত আলো হয়ে,
হ্যাঁ তুমি বেঁচে থাকবেই,
এই ধরণীর ধারক হয়েই,
সত্য,
তুমি বেঁচে থাকবেই,
প্রতিরোধে সাহসের বাঁধ হয়ে৷
বাহ্ সুন্দর লেখনী👏👏
উত্তরমুছুন