বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

প্রলাপ - ২

জানো আজ আমি একাই রাতের প্রহর গুনি,
নিশ্চুপ জানালার ধারে বসে থাকি ,
নির্ঘুম চোখে চেয়ে রই তারাভরা আকাশের পানে,
অন্ধকারে হাতরে ফিরি মুহূর্তগুলো প্রবল আকাঙ্ক্ষায়,
স্তব্ধ নিরবতা আমায় ভেঙে গুড়িয়ে দিয়ে যাচ্ছে,
তবু আমি খুঁজে যাচ্ছি হারানো অনুভূতিগুলোকে,
আমার সত্ত্বা চঞ্চল প্রবোধকে বাধা দিয়ে যাচ্ছে তবু ,
হৃদয় আজ বাধ মানছে না একদমই,
অব্যক্ত কষ্টগুলো গলার ভেতরে থাকা ক্রোধগুলোকে জাগিয়ে তোলে,
তবু নিশব্দে বসে রই কি যেন পাবার অপেক্ষায়
জানি এ অপেক্ষা ফুরোবার নয়।।।।


নিশ্চুপ বিদায়

নিশ্চুপ বিদায় খানিকটা বাংলা খানিকটা বিহারী আর খানিকটা হিন্দি ভাষা মেশানো চিৎকারটা শুনতে পাচ্ছি মোড়ের শেষমাথার বাড়িটার সামনে থেকে। চিৎকারের ...